কোন উদ্যোগই কাজে আসছে না সড়কে

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ আগস্ট ২০১৮) : নিরাপদ সড়কের দাবিতে শিশু-কিশোর-তরুণদের তুমুল আন্দোলন দেখে আমরা বড়রা আশায় বুক বেঁধেছিলাম। সবাই বাহবা দিয়ে বলছিল, বাচ্চারা আমাদের চোখ খুলে দিয়েছে, পথ দেখিয়েছে। মাত্র কদিনেই তারা আমাদের বুঝিয়ে দিয়েছে, কী করে সড়ক সামলাতে হয়। এবার সড়কে শৃঙ্খলা আসবেই!

কিসের কী? শিশু-কিশোরেরা ঘরে ফিরতে না ফিরতেই সড়ক আগের মতোই ‘মগের মুল্লুক’। বলা চলে, আন্দোলনকালে কিছুটা বিরতি ছিল মাত্র। বিরতি শেষে সড়কে বিশৃঙ্খলা এখন বহাল তবিয়তে। কি চালক, কি পথচারী—সবাই দারুণ উদ্যমে পুরোনো অভ্যাসে ফিরে এসেছে। সড়কে যে যার মতো করে চলছে। শিশু-কিশোরেরা এত বড় একটা ঝাঁকুনি দিয়ে গেল অথচ কয়েক দিনের ব্যবধানে তা বিস্মৃত। কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত দিনের ট্রাফিক সপ্তাহ ১০ দিন হলো। ১০ দিনে সারা দেশে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলার সংখ্যা প্রায় দুই লাখ। জরিমানা আদায় হয়েছে ৭ কোটি ৮ লাখ টাকা। ৭৪ হাজার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক সাড়ে পাঁচ হাজার যানবাহন।

বোঝাই যাচ্ছে, ট্রাফিক সপ্তাহে পুলিশের অবস্থান বেশ কঠোর ছিল। কিন্তু তাতে কী? মামলা, জরিমানা, যানবাহন জব্দ—কোনো কিছুই প্রত্যাশিত ফল দেয়নি। কড়াকড়ির মধ্যেও ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ৭৩ জনের প্রাণ গেছে। ট্রাফিক সপ্তাহ না থাকলে প্রাণহানির এই সংখ্যা কততে গিয়ে ঠেকত, তা কে জানে!

সবাই বলেন নিরাপদ সড়ক চাই। কিন্তু ট্রাফিক আইন মানার ক্ষেত্রে কেউ নেই। দেশের ৯০ শতাংশ মানুষ ট্রাফিক আইন মানে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাঁর পর্যবেক্ষণের সঙ্গে দ্বিমত করার উপায় নেই। রাস্তাঘাটে বের হলে দেখা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে বয়স-শ্রেণি-পেশা-শিক্ষার কোনো ভেদাভেদ নেই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ