গোলরক্ষকের নাক ভেঙেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২১ আগস্ট ২০১৮) : ইতালিয়ান সিরি আ’র নতুন মৌসুমে নিজের অভিষেক ম্যাচে গোল না পেলেও খবরের শিরোনাম ঠিকই হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তা নেতিবাচক কারণে। অভিষেক ম্যাচের প্রতিপক্ষ চিয়েভোর গোলরক্ষকের নাক ভেঙে আলোচনায় চলে এসেছেন এই পর্তুগিজ তারকা।

চিয়েভো ভেরোনার বিপক্ষে ম্যাচে যখন জুভেন্টাসের ব্যবধান যখন ২-২ গোলের, প্রতিপক্ষের পেনাল্টি বক্সে চিয়েভোর গোলরক্ষক স্তেফানো সোরেন্তিনোর সঙ্গে সংঘর্ষ হয় রোনালদোর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সোরেন্তিনো। মিনিট চারেক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও সুস্থ না হওয়ায় তাকে তুলে নেওয়া হয়।

মাঠ থেকে তুলে নেওয়ার পর ৩৯ বছর বয়সী গোলরক্ষককে তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৯ আগস্ট) ভাঙা নাক নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি। হাসপাতাল ছাড়ার সময় তার বাম কাঁধে ব্যান্ডেজ দেখা যায়।

এই ঘটনার পর নিজের টুইটার একাউন্টে নিজের ছবি পোস্ট করে সোরেন্তিনো মজা করে লিখেছেন, ‘সমর্থন, স্নেহ এবং সম্মানপূর্বক বার্তার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা দারুণ এক গ্রুপ এবং গতকাল প্রায় একটি দারুণ অর্জন পেয়েই গিয়েছিলাম: যখন সিআর সেভেন আমাকে পুরো ধরে ফেলে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ