ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

ডেস্ক রিপোর্ট, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ আগস্ট ২০১৮) : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত বগুড়ায় চার, কুষ্টিয়া ও সিরাজগঞ্জে তিনজন করে মোট ১০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৬ ব্যক্তি। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

২২ আগস্ট বুধবার সকালে থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এবিসিনিউজবিডি’র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার তথ্যগুলো নিশ্চিত করেছেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নিহত তিনজনের মধ্যে দুজন অটোরিকশার যাত্রী, অপরজন অটোরিকশাটির চালক। এই ঘটনায় আহত হয়েছেন ওই অটোরিকশার আরেক যাত্রী। সকালে উপজেলার মাঝিরাবন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক শফিকুল ইসলাম (৪৫), অটোরিকশার যাত্রী মঞ্জুয়ারা বেগম (৬০) ও আলীমুদ্দিন (৭০)। নিহত শফিকুলের বাড়ি শাজাহানপুর উপজেলায়, মঞ্জুয়ারার বাড়ি একই উপজেলার খলিশাকান্দি ও আলীমুদ্দিনের বাড়ি কাটাবাড়িয়া এলাকায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ