আলোকচিত্রী শহিদুল আলম ও শিক্ষার্থী লুমার মুক্তি দাবী

মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ আগস্ট ২০১৮) : সবাই যখন ঈদুল আজহার নামাজ আদায়ে ব্যাস্ত টিক সেই সময়ে আন্তর্জাতিক খ্যাকি অর্জনকারী আলোকচিত্রী ও ধৃক গ্যালারীর মালিক শহিদুল আলমের মুক্তির দাবীতে একটি শিশুকে প্লাকার্ড হাতে সকাল থেকে দিনভর জাতীয় ঈদগাহ মাঠের সামনে দাড়িয়ে থাকতে দেখা যায়। শিশুটির পাশে অপর এক ব্যাক্তিকে প্ল্যাকার্ড হাতে আটক শিক্ষার্থী লুমার মুক্তির দাবিতে দাড়িয়ে থাকতে দেখা যায়।

ঈদের আগের দিন মঙ্গলবার জামিন পেলেন অভিনেত্রী নওশাবা। এর আগে জামিন পেয়েছেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। নওশাবার বিরুদ্ধে অভিযোগ, তার ফেসবুক আইডি থেকে মানুষ মারার গুজব ছড়ানো হয়েছিল। আর আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা আলোকচিত্রী শহিদুল আলম আটক হন তথ্য প্রযুক্তি আইনে। তবে তার পরিবারের অভিযোগ, শহিদুল আলম শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীকে সমর্থন জানিয়ে একটি বিদেশী চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ছিলেন। এটাই তার অপরাধ।

নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনের মধ্যেই গ্রেপ্তার হওয়া শহিদুল আলম এখনও কারাগারে। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন। এরপর শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ রিট করলে হাইকোর্ট পিজি হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দেশ দেন। স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা তিনি সুস্থ আছেন বলে মত দেন। সেই থেকে শহিদুল আলম কারাগারেই আছেন।

শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায়। অভিযোগ, তিনি সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন। ফেসবুকে শিক্ষার্থী আন্দোলন সম্পর্কে নিজের মতামত প্রকাশের পাশাপাশি শহিদুল আলম আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন, যাতে তিনি শিক্ষার্থী আন্দোলনসহ অনেক বিষয়ে নিজের মত তুলে ধরেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ