গরুর চামড়া ব্যবসায়ীদের মাথায় হাত
মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ আগস্ট ২০১৮) : গত বছরের কোরবানির ঈদে ‘আন্তর্জাতিক বাজারে দাম কমেছে’-এ অজুহাত দেখিয়ে কমানো হয়েছিল চামড়ার দাম। তবে এ বছরেও চামড়ার দামে ভাটা পড়েছে। অভিযোগ রয়েছে, প্রতিবছরই একটি সিন্ডিকেট কোরবানির পশুর চামড়ার দাম কমানোর জন্য তৎপর হয়ে ওঠে। সরকারও যেন ওই সিন্ডিকেটে একরকম জিম্মি। যার প্রতিফলন ঘটেছে এবারের চামড়ার দামেও।
২২ আগস্ট বুধবার সরেজমিনে রাজধানীর একাধিক স্থান ঘুরে দেখা যায়, পানির দমে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে এসব চামড়া।
এবার সরকার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া নির্ধারণ করেছ ৪৫-৫০ টাকা আর ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। এছাড়া সারা দেশে খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করবেন ব্যবসায়ীরা।
অথচ গতবছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০-৪৫ টাকায় সংগ্রহ করেন। এছাড়া সারা দেশে খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হয়।
ঈদের নামাজের পরই শুরু হয় পশু কোরবানি। কোরবানির অধিকাংশ পশু জবাই করেন মাদরাসা, এতিমখানার ছাত্ররা ও মসজিদের ঈমাম। পশুর চামড়াও তাদের অনেকে ক্রয় করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
তবে কোরবানির ঈদে মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য তুঙ্গে। তাদের কাছেই ধরাশায়ী হয়ে পানির দামে পশুর চামড়া বিক্রিতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।