সংসদের আগামী অধিবেশনেই পাস হচ্ছে জাতীয় শিক্ষা আইন-২০১৩

Prbangladeshসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অনৈতিক কার্যকলাপে অংশ নিলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রেখে আগামী ১২ সেপ্টম্বর শুরু হওয়া সংসদ অধিবেশনেই পাস করা হচ্ছে শিক্ষা আইন-২০১৩।

রোববার শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন, এছাড়া একজন ব্যক্তিকে সবোর্চ্চ দুইটির বেশি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বা সদস্য হিসাবে মনোনীত বা নিবাচিত হতে পারবে না এ বিধানও রাখা হয়েছে ওই আইনে।
এ আইনে দেশের শিক্ষাবিদ ও সুধিসমাজের মতাতম নেয়ার জন্য শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ আইনটি দেয়া হয়েছিল।
তিনি বলেন, শিক্ষা আইন নিয়ে পর্যাপ্ত মতামত পাওয়া গেছে। এ মতামতের ভিত্তিতেই সংসদে এ আইনটি উপস্থাপন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, আগামী সংসদ অধিবেশনে শিক্ষা আইন ২০১৩ পাস হবে কিনা সে বিষয়ে আমরা সন্দিহান। স্বল্প সময়ের এ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক বিষয় প্রাধান্য পাবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা আইনে দেশের মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত হয়নি। এ আইনটি আরো পর্যালোচনার দাবি রাখে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ