সরকারি পদক্ষেপে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ আগস্ট ২০১৮) : সরকারি পদক্ষেপেই ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গ্রামে গিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ যাতে মানুষ ভাগাভাগি করতে পারে, সে জন্য তাঁর সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

২২ আগস্ট বুধবার রাজধানীতে গণভবনে আসা অতিথিদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যোগাযোগ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো রাখার চেষ্টা করেছি। যে কারণে জনগণ প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে তাদের গ্রামে যেতে পেরেছে এবং কোনো ঝামেলা ছাড়াই ঢাকায় ফিরতে পারবে।

শান্তিপূর্ণ পরিবেশে জনগণ পবিত্র ঈদ উদযাপন করায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর অব্যাহত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতা-কর্মীদের বড় অর্জনের জন্য বড় ধরনের ত্যাগ স্বীকার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কীভাবে আত্মত্যাগ করতে হয় ঈদুল আজহা আমাদের সেই শিক্ষা দেয়।

‘বড় কিছু পাওয়ার জন্য বড় ত্যাগ স্বীকার করা প্রয়োজন’ বঙ্গবন্ধুর এই উদ্ধৃতি স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমি সব সময় মনে করি বঙ্গবন্ধুর পর্যবেক্ষণ সঠিক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই বছর শোকাবহ আগস্ট মাসে ঈদুল আজহা এসেছে, যা বঙ্গবন্ধুর শাহাদতবরণসহ অনেক মহান ত্যাগের স্মৃতি বহন করে। এই মাসে ২০০৪ সালের ২১ আগস্ট জঘন্য গ্রেনেড হামলায় আইভি রহমানসহ আমরা আমাদের অনেক নেতা-কর্মীকে হারিয়েছে। ১৯৭৫ সালে হত্যাকাণ্ডে শুধু আমরা দুই বোন বেঁচে আছি। আমরা জাতির পিতার স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছি। আর তাই আপনারা দয়া করে সর্বশক্তিমানের কাছে আমাদের জন্য, আমাদের শিশুদের জন্য দোয়া করেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রধান কাজ দেশের মানুষের সেবা করা। বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।’ তিনি জাতির জনক এবং তাঁর পরিবারের জন্য দেশের সব মানুষের কাছে দোয়া চান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ