বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ আগস্ট ২০১৮) : ঈদুল আজহা উপলক্ষে ২২ আগস্ট বভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনে মন্ত্রী, সংসদ সদস্য, কুটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অশুভ ও অকল্যাণকে পরিহার করার আহ্বান জানিয়েছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রথমে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কুটনীতিক ও উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান, সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
কোরবানির মর্ম অনুধাবণ করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।