ছেলেকেও ফুটবলার হিসেবে দেখতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২২ আগস্ট ২০১৮) : একজন সফল বাবা সব সময় চান সন্তানের সাফল্য, সম্ভব হলে সেটা নিজের পেশাতেই। ক্রীড়াবিদেরাও এর বাইরে নন। তবে ফুটবলে এমন ঘটনা খুব কমই ঘটেছে। ফুটবলে এখনো কোনো মহাতারকার সন্তান নিজেকে বড় তারকা হিসেবে প্রমাণ করতে পারেননি। পাওলো মালদিনিকেও উদাহরণ হিসেবে টেনে আনা যায় না। কারণ, তারকাখ্যাতিতে ছেলের ধারেকাছেও ছিলেন না সিজার। ক্রিস্টিয়ানো রোনালদো তবু স্বপ্ন দেখেন, ছেলে হবে বড় ফুটবলার, হবে তাঁর মতোই মহাতারকা।

তারকা বাবার সন্তানদের বহন করতে হয় ‘লিগ্যাসি’ প্রমাণ করার কঠিন বোঝা। সে কাজে অধিকাংশই ব্যর্থ হন। ফুটবলে খুব কমই পেরেছেন এ কাজ করতে। ইদানীং শুধু কাসপার স্মাইকেলই গোলরক্ষক বাবা পিটার স্মাইকেলের কীর্তির ধারেকাছে যেতে পেরেছেন। জিনেদিন জিদানের বড় দুই ছেলে রিয়ালের একাডেমিতে বেড়ে উঠেও এখনো শীর্ষ পর্যায়ের ফুটবলে দাগ কাটতে পারেননি। প্যাট্রিক ক্লাইভার্টের ছেলে জাস্টিন অবশ্য আশা দেখাচ্ছেন, জর্জ উইয়াহর ছেলে টিমোথিও। এ ছাড়া বাকি সবার গল্পই হতাশার, স্বপ্নভগ্নের।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ