পর্যটন শিল্পের বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য্য

obaydulkসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনসহ দেশের পার্বত্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে এবং পর্যটন শিল্পের বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য্য। এ লক্ষ্যে সরকার এই অঞ্চলের সড়কসমূহের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।

রোববার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কে ১২টি সেতুর নির্মাণকাজের সূচনা করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

যোগাযোগ মন্ত্রী বলেন, দীর্ঘ ৮৮ বছর পর কক্সবাজার-টেকনাফ সড়কের ১২টি সেতু পূণনির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে সেন্টমার্টিনসহ টেকনাফ এলাকা পর্যটকদের কাছে আরও ভ্রমণ-বান্ধব হয়ে ওঠবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে যোগাযোগক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে তা এগিয়ে নিতে সরকারের আরও এক মেয়াদে ধারাবাহিকতা প্রয়োজন।
এসময় সংসদ সদস্য আবদুর রহমান বদি, সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জোনায়েদ আহমেদ শিবিব, সড়ক বিভাগের যুগ্ম-সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট সড়ক প্রকৌশলীগণ এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাইকা ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় কক্সবাজার-টেকনাফ সড়কে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে ১২টি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর এ সকল সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ