লুমাসহ তিন নারীর ঈদ কাটল কারাগারে

মনির হোসেন মিনটু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৫ আগস্ট ২০১৮) : নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা ঈদের আগে যখন জামিনে মুক্ত হচ্ছিলেন, তখন আম্বিয়া খাতুনও আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তাঁর মেয়ে নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপার (৩৫) ঈদ কেটেছে কারাগারে। বর্ণালীকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুধু বর্ণালী নন, ফেসবুকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া আরেক নারী উদ্যোক্তা হাজারীবাগের কফিশপের মালিক ফারিয়া মাহজাবীন এবং কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেনের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারও জামিন পাননি। তাঁদের ঈদ কেটেছে কারাগারে।

বর্ণালীর মা জানান, ঈদের আগে তার মেয়ের জামিনের আবেদন নাকচ করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা এবিসিনিউজবিডিকে বলেন, বর্ণালী আন্দোলনকারীদের মধ্যে খাবার সরবরাহ করেছিলেন। তার কাছে এ জন্য বিদেশ থেকে দেড় শ ডলার (প্রায় ১২ হাজার টাকা) এসেছিল। তবে বর্নালীর মা পুলিশের এ অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৫২টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এঁদের মধ্যে ৫১ জন শিক্ষার্থী। লুমা ছাড়া সব শিক্ষার্থী জামিনে মুক্তি পান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ