বেসামাল চালক, শ্যামলী পরিবহনের দুই বাস পুকুরে, নিহত দুই
জেলা প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
কুমিল্লা (২৫ আগস্ট ২০১৮) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়ঙ্কর গতিতে চলে শ্যামলী পরিবহনের দুটি বাস পুকুরে পড়ে যায়। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে যাত্রীবোঝাই দুটি বাস পুকুরে ফেলে দেয় চালক। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। পাশাপাশি অর্ধশতাধিক যাত্রী আহত হন।
নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন মিয়া ও বগুড়ার সোনাতলা এলাকার জামাল উদ্দিন। আহতদের মধ্যে ৪০ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে শ্যামলী পরিবহনের একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে দুই যাত্রী নিহত হন। এ সময় অন্তত ৩৫ জন আহত হন।
এই ঘটনাস্থলের একটু দূরে কিছুক্ষণ পরই রায়পুরে শ্যামলী পরিবহনের আরেকটি বাস পুকুরে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, জিংলাতলীতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে বাসের দুইজন যাত্রী নিহত হন। এতে কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হন।
ওসি বলেন, একই সময় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস দাউদকান্দির রায়পুরে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন।