ঈদের ছবি ‘ক্যাপ্টেন খান’র জয়জয়কার
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ আগস্ট ২০১৮) : এবারের ঈদে দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে চারটি চলচ্চিত্র। বছরজুড়ে দর্শকখরা কাটিয়ে এই উৎসবের সময়টায় আশায় বুক বাঁধেন হলমালিকেরা। ঈদের ছবিগুলো সেই আশা কতটা পূরণ করতে পেরেছে, তা জানতেই দেশের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে ঢুঁ মেরেছেন প্রথম আলোর প্রতিনিধিরা। ধারাবাহিকভাবে সেই চিত্রই তুলে ধরা হচ্ছে। আজ থাকছে খুলনা, রংপুর ও ময়মনসিংহের প্রেক্ষাগৃহে ঈদের ছবির ব্যবসার খবর।
ময়মনসিংহের তিনটি প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি পেয়েছে তিনটি নতুন চলচ্চিত্র। হলের মালিকেরা জানিয়েছেন, এর মধ্যে ক্যাপ্টেন খান চলচ্চিত্রটির ব্যবসা সন্তোষজনক। মনে রেখো কিছুটা ব্যবসার মুখ দেখলেও জান্নাত হতাশ করেছে।
জান্নাত মুক্তি পেয়েছে ময়মনসিংহের পূরবী হলে। চলচ্চিত্রটির নায়ক সায়মন সাদিক আর নায়িকা মাহিয়া মাহি। গত শুক্রবার রাতে কথা হয় পূরবী হলের কর্মচারী মো. রবির সঙ্গে। তিনি বলেন, ঈদের তিন দিন থেকে শুক্রবার রাত পর্যন্ত কোনো প্রদর্শনীতেই দর্শকসংখ্যা ৫০ পেরোয়নি। রবি আরও বলেন, চলচ্চিত্রের ব্যবসায় মন্দা নামার পর শুধু দুই ঈদেই ব্যবসার আশা থাকে। ১৬ বছরে কোনো ঈদে এত কম দর্শকের উপস্থিতি দেখেননি তিনি।
সেনা অডিটরিয়ামে মুক্তি পেয়েছে কলকাতার নায়ক বনি আর ঢাকার নায়িকা মাহিয়া মাহি অভিনীত মনে রেখো। এখানেও দর্শক আসছেন না বলে জানান হলটি ইজারা নেওয়া কাউছার আহমেদ। তিনি বলেন, ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত ৩০ হাজার টাকার টিকিটও বিক্রি হয়নি। চলচ্চিত্রটি ২ লাখ ৫০ টাকার চুক্তিতে আনা হয়েছে। লোকসানের আশঙ্কায় আছেন তিনি।
ছায়াবাণী হলে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত ক্যাপ্টেন খান। হলের মালিক শাহজাহান কবীর বলেন, ঈদের দিন থেকেই কোনো প্রদর্শনীতে হাউসফুল না হলেও দর্শক ভালো ছিল। আশা শতভাগ পূরণ না হলেও ৯০ ভাগ ব্যবসা হচ্ছে।