ঈদের ছুটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ আগস্ট ২০১৮) : আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ঈদের ছুটিতে রাজধানীতে বড় কোনো অপরাধ সংগঠিত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

২৬ আগস্ট রোববার ডিএমপি সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি। নিজেরা ঈদের ছুটিতে না গিয়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দিয়েছি। আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা করেছি, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে।

ডিএমপি’র সর্বস্তরের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা সিটিতে না, সারাদেশে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল।

ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছেড়েছেন।

এ সময় কমিশনার আরও বলেন, ঈদের ছুটিটা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ। ঈদে অধিকাংশ বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সেজন্য থানা পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছিল।

তিনি বলেন, আমাদের দায়িত্বে কোথাও কোনো ব্যত্যয় ঘটেনি। ভবিষ্যতেও আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব।

পেশাদারিত্বের সঙ্গে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ