নাটোর দুর্ঘটনায় চালক-হেলপারসহ সাতজনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
নাটোর (২৬ আগস্ট ২০১৮) : নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বাসের মালিক-চালকসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ।

২৬ আগস্ট রোববার সকালে লালপুর থানায় এ মামলাটি দায়ের করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ আলী।

মামলায় দুর্ঘটনা কবলিত হিউম্যান হলারের (লেগুনা) মালিক, চালক, সহকারী, লেগুনা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাসের চালক ও মালিককে অভিযুক্ত করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর বাংলানিউজকে জানান, শনিবার রাতে এজাহার লিখে লালপুর থানায় পাঠানো হয়। সকালে মামলাটি রের্কড করা হয়।

তিনি আরো জানান, নিহত ১৫ জনের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো বনপাড়া হাইওয়ে থানায় রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত।

লালপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল এবিসিনিউজকে জানান, মামলা দায়েরের পরপরই তদন্ত কার্য্যক্রম শুরু হয়েছে। বাসমালিক ও চালকসহ আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। তবে মামলা তদন্তের স্বার্থে আসামিদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

শনিবার (২৫ আগস্ট) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের লালপুরে বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দু’টি শিশু, সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কমপক্ষে ১৪ জন।

এদিকে, রোববার সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ