সরকারি হল আরও ৫ কলেজ
জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ আগস্ট ২০১৮) : নতুন করে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করেছে সরকার। এনিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।
রাজশাহীর বানেশ্বর কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ, বাগেরহাটের শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ এবং দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজ ও পাকেরহাট ডিগ্রি কলেজকে সরকারি করে ২৭ আগস্ট সোমবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে গত ১২ অগাস্ট একযোগে ২৭১টি কলেজকে সরকারি করে আদেশ জারি করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ অনুযায়ী গত ২৫ অগাস্ট থেকে পাঁচটি কলেজকে সরকারি করা হয়েছে।
যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেয় সরকার।
২০১৬ সাল থেকে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রথম দফায় ২৭১টি কলেজ এবং দ্বিতীয় দফায় পাঁচটি কলেজকে জাতীয়করণ করা হল। এসব কলেজে প্রায় ১০ হাজার শিক্ষক রয়েছেন।
জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের মর্যাদা কি হবে তা নিয়ে গত ৩১ জুলাই ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।