রোহিঙ্গাদের সনাক্ত করতে কৌশলপ্রত্র
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গাদের সনাক্ত করতে জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের বিষয়ে জাতীয় কৌশল পত্রের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনটির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, বাংলাদেশে বৈধ এবং অবৈধভাবে প্রায় ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা রয়েছে। যাদের মধ্যে অবৈধের সংখাই বেশি। তিনি জানান,এসব রোহিঙ্গার জন্য দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক এবং ভৌগলিকসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে, দেশে যারা বৈধ রোহিঙ্গা রয়েছে তাদের জন্য সরকার মানবিক দিক বিবেচনায় রেখে আগের মতই মৌল-মানবিক চাহিদা মিটিয়ে যাবে।
অনুমোদিত কৌশলপত্রে বলা হয়, রোহিঙ্গাদের সনাক্তকরণে দুদেশের মধ্যে সীমান্ত ব্যবস্থা জোরদার, এছাড়া মিয়ানমারের সঙ্গে চলমান সম্পর্কের উন্নয়নে কূটনৈতিক সম্পর্কের জোরদারে প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে কাজ করা হবে।
এজন্য জাতীয় পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের নেতৃত্বে দুটি কমিটি এবং জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে আঞ্চলিক কমিটি করা হবে।