কমিশনারদের মধ্যে দ্বিমত হতেই পারে: তোফায়েল

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩০ আগস্ট ২০১৮) : নির্বাচন কমিশনের বৈঠকে কোনো বিষয়ে কমিশনারদের মধ্যে দ্বিমত হতেই পারে বলে মনে করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের একটি প্রতিনিধিদলের সঙ্গে ৩০ আগস্ট বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আইন সংস্কারের উদ্যোগে একজন নির্বাচন কমিশনারের ভিন্নমত পোষণ করার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে কমিশনাররা যখন একসঙ্গে বসেন, তাঁদের দ্বিমত হতেই পারে। এই বৈঠকই যে শেষ তা নয়, তবে নির্বাচন কীভাবে হবে, তা নির্বাচন কমিশনের ব্যাপার।

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে আজ কমিশন সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বেরিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বাছাই কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মাহবুব তালুকদারের নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল। তবে কে বিএনপি, কে আওয়ামী লীগ সেটা বিবেচ্য নয়, সবাই নিরপেক্ষ। সেই হিসেবে কমিশনাররা দক্ষতার ওপর ভিত্তি করে নিযুক্ত হয়েছেন। আমি মনে করি নির্বাচনটা সঠিকভাবেই হবে। নির্বাচনের আগে অনেক কিছু হওয়ার চেষ্টা করা হবে, কিন্তু কোনোটাই সফল হবে না।

ইভিএম ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কী পদ্ধতিতে হবে তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম ব্যবহার হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ