খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচন নয় : বিএনপি

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১ সেপ্টেম্বর ২০১৮) : খালেদা জিয়ার কারামুক্তি ও তফসিল ঘোষণার আগে শেখ হাসিনার সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

১ সেপ্টেম্বর শনিবার বিকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জনসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

তিনি বলেন, “আমাদের শেষ কথা- অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সকল রাজবন্দির মুক্তি দিতে হবে এবং তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনের সময়ে সামরিক বাহিনীকে দায়িত্ব দিতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমাদের নেতা-কর্মীদের কাছে আবেদন, আন্দোলনের জন্য প্রস্তুত হোন। আন্দোলন ছাড়া, দেশনেত্রী মুক্ত হওয়া ছাড়া, মাদার অব ডেমোক্রেসির মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্ত হবে না এবং জাতীয় সংসদ নির্বাচন হবে না।”

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “মিথ্যা মামলায় দেশনেত্রীকে কারাগারে আটকে রাখা হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমি জনগণের কাছে ফরিয়াদ করতে চাই, দেশনেত্রী আজ গণতন্ত্রের জন্য কারাগারে রয়েছেন। স্বামী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন এক পুত্র নির্বাসিত। তার কী এটা প্রাপ্য এই জাতির কাছে?

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আপনাদেরকে বুকে সাহস নিয়ে, বুকে বল নিয়ে ঘুরে দাঁড়াতে হবে- আমাদের মাতা গণতন্ত্রের মাতা দেশনেত্রীকে আমরা আর কারাগারের অন্তরালে দেখতে চাই না। সরকারকে বলতে চাই, দেশনেত্রীকে অবিলম্বে মুক্ত করুন, তার চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় সব দায় দায়িত্ব আপনাদের নিতে হবে।”

নবগঠিত যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “আসুন এখন আর কোনো বিভেদ নয়, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে আহ্বান করে গিয়েছিলেন, আমাদেরকে জাতীয় ঐক্য তৈরি করতে বলেছিলেন। সেই জাতীয় ঐক্য তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।’

কারাগারে বন্দি বিএনপির আবদুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মফিকুল হাসান তৃপ্তি, মাহবুবুল হক নান্নু, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, হাসান মামুন, ছাত্র দলের খন্দকার এনামুল হকসহ আটক সকল নেতাদের মুক্তির দাবি জানান ফখরুল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ