বাস থেকে ফেলে চাকায় পিষ্ট: হেলপার গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
চট্টগ্রাম (১ সেপ্টেম্বর ২০১৮) : চট্টগ্রামে বাস থেকে ফেলে দিয়ে যুবককে চাকায় পিষে মারার অভিযোগে চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ সেপ্টেম্বর শনিবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার নুরিয়া হাজীর হাট এলাকার একটি বাড়ি থেকে মো. মানিক সরকারকে (২৬) পিবিআই’র চট্টগ্রাম মেট্রোর সদস্যরা গ্রেপ্তার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।
তিনি এবিসিনিউজবিডিকে বলেন, ‘মানিক রমিগতিতে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।’
ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে আকবর শাহ থানার কালীর হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত ২৭ অগাস্ট দুপুরে রেজাউল করিম রনিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিস্ট করার অভিযোগ উঠে চালক ও সহকারীর বিরুদ্ধে।
এ ঘটনার পরপর স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
ঘটনার পরদিন রাতে নিহত রনির মামা আব্দুর রহমান বাদী হয়ে আকবর শাহ থানায় বাস চালক দিদারুল আলম ও সহকারী মানিককে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার মানিক আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনীর মোস্তাক সরকারের ছেলে। এদিকে চালক দিদারকেও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।