বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৪ সেপ্টেম্বর ২০১৮) : দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ৪ সেপ্টেম্বর মঙ্গলবার খেলা শুরুর পর এবিসিনিউজবিডিকে বলেছেন, ‘আমরা পুরোপুরি সফল হয়েছি। সম্প্রচারে ছবি খুবই স্বচ্ছ ছিল।”
এদিন বিকালে পাকিস্তান ও নেপালের খেলার মধ্য দিয়ে ঢাকায় মাঠে গড়িয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয় খেলায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয় ভুটানের।
শাহজাহান মাহমুদ এর আগে বলেছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচার বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’।
চার মাস আগে উৎক্ষেপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। খেলার সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের লিংক থেকে বিটিভিতে তা প্রচার করছে।
অক্টোবরের মাঝামাঝিতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।
গত ১২ মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট।