শহিদুলের জামিন আবেদন শুনতে বিব্রত হাই কোর্ট বেঞ্চ
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৪ সেপ্টেম্বর ২০১৮) : ধৃক গ্যালারীর কর্নধর, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রত হাই কোর্ট বেঞ্চ।
৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে জ্যেষ্ঠ বিচারক বলেন, আদালত বিষটি শুনতে বিব্রত বোধ করেছে।
আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন, শাহদিন মালিক ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে সারা হোসেন এবিসিনিউজবিডিকে বলেন, ‘আমি জানতে চেয়েছিলাম, বিষয়টি কয়েকদিন কার্যতালিকায় থাকার পর আজ কেন বিব্রত বোধ করছেন? আদালত বিব্রত বোধ করার কারণ বলেননি। এভাবে বিব্রত বোধ করা সত্যিই অস্বাভাবিক।’
তিনি বলেন, “আমরা আজ আদালতের কাছে বলেছি, আমাদের যে জামিন আবেদনটি আছে সেটি শুনানি করা হোক। সিদ্ধান্ত কী হবে সেটা আদালতের ব্যাপার। আমরা শুনানির সুযোগ চাই। এটা প্রত্যেক নাগরিকের অধিকার। আমরা কারণ জানতে চেয়েছি কেন আমাদের আবেদন শোনা হবে না। পাঁচদিন ধরে আমাদের আবেদনটি কার্যতালিকায় রয়েছে। কোনো না কোনো কারণে শুনানি করা যায়নি।