ভয়াবহ টাইফুনের আঘাত জাপানে

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৪ সেপ্টেম্বর ২০১৮) : জেবি নামটি ছোট হলেও এটি বড় ধরনের ক্ষতি করেছে জাপানে। শক্তিশালী এই টাইফুন মঙ্গলবার স্থানীয় সময় বেলা একটার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে। বিবিসি বলছে, ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই টাইফুন ক্রমশ দুর্বল হয়ে উত্তরাঞ্চলের দিকে এগোচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত জেবির আঘাতে ৬ জন নিহত হয়েছে। আহতের মানুষের সংখ্যা অন্তত ১৬০। এর আগে ১৯৯৩ সালের বয়ে যাওয়া শক্তিশালী টাইফুনের আঘাতে নথিভুক্ত মৃত ও নিখোঁজ মানুষের সংখ্যা ছিল ৪৮ জন।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জেবির গতিবেগ ঘণ্টায় ১৭২ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবে ভয়াবহ ভূমিধস ও ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই টাইফুনের প্রভাবে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ভূমিধস হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর আরও উঁচু ঢেউ, ভয়াবহ বন্যা, বজ্রসহ ভারী বর্ষণ ও বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছে।

বিবিসির প্রতিবেদন বলা হয়, জেবির দাপটে ওসাকা উপসাগরের তীরবর্তী শহর ইজুমিসানোর একটি সেতুর মধ্যে বড় একটি ট্যাংকার আছড়ে পড়ে। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া এই ঝড়ের ফলে কিয়োটো অংশে একটি রেলস্টেশনের ছাদ ধসে পড়ে।

এই টাইফুন স্থানীয় সময় বেলা একটার দিকে প্রথমে আঘাত হানে দেশটির কম বসতিপূর্ণ দ্বীপ শিকোকুতে। এতে সেখানে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এরপরই এটি দেশটির প্রধান ও সবচেয়ের বড় দ্বীপ হোনসুতে আঘাত হানে। ধারণা করা হচ্ছে, টাইফুন জেবি জাপানের উত্তরাঞ্চলের দিকে যেতে যেতে দুর্বল হয়ে পড়বে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ