মাঠে নামছেন বারাক ওবামা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৮ সেপ্টেম্বর ২০১৮) : আবারও মাঠে নামছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর তিনি অনেকটাই আড়ালে ছিলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা নাটকীয়তায় তিনি নীরবই ছিলেন। আমেরিকার অন্যান্য সাবেক প্রেসিডেন্টের মতোই রাজনৈতিক বিতর্ক থেকে নিজেকে আলাদা রেখেছিলেন।
আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি তাঁকে বাধ্য করেছে। আসছে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলকে কংগ্রেস দখল করতে হবে। তাদের চাই কমপক্ষে ২৩টি আসন। কংগ্রেস পুনরুদ্ধারে মাঠে নামছেন সাম্প্রতিক সময়ে আমেরিকার জনপ্রিয় নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
ক্যালিফোর্নিয়া আর ওহাইহোতে সরাসরি নির্বাচনী মাঠে নামছেন বারাক ওবামা। ক্যালিফোর্নিয়ার সাতটি রিপাবলিকান অধ্যুষিত এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় তিনি যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রিপাবলিকানদের দখলে আছে ওহাইও। ওবামা ওহাইও-র ক্লিভল্যান্ডে রাজ্য গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী রিচার্ড কোড্রের সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন ৭ সেপ্টেম্বর। ডেমোক্র্যাট দলকে চাঙা করার জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অতিসম্প্রতি তাঁর নিরাপদ অবস্থান থেকে বেরিয়ে এসেছেন। দলের তহবিল সংগ্রহে যোগ দিচ্ছেন। সমর্থন জানাচ্ছেন দলীয় প্রার্থীদের।