আমাদের আন্দোলন স্বাধীনতাবিরোধী ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে: বি. চৌধুরী
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৮ সেপ্টেম্বর ২০১৮) : যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আমাদের আন্দোলন স্বাধীনতাবিরোধী ও ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। যারা গণতন্ত্র চান, সুন্দর ও স্বৈরশাসনমুক্ত বাংলাদেশ দেখতে চান আমরা তাদের পক্ষে আছি, সঙ্গে আছি।’
শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশ-এর ‘প্ল্যান-বি পজিটিভ’ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বি চৌধুরী বলেন, ‘আমরা এরই মধ্যে একদলীয় শাসন দেখেছি, গণতন্ত্রের নামে দলীয় শাসন দেখেছি এবং স্বৈরশাসন দেখেছি। কিন্তু প্রকৃত অর্থে জনগণের শাসন এখনও দেখিনি। এই স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’ এ লক্ষ্য সামনে রেখেই জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে এবং ঐক্যের মাধ্যমেই জনগণের বিজয় অর্জিত হবে বলেও আশা করেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন মন্তব্য করে বি. চৌধুরী বলেন, ‘এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। যারা দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী তাদের সঙ্গেই আমরা আছি। দেশের আজকে আইনের শাসন নেই, বিচার নেই। মানুষের মৌলিক অধিকার নেই। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সব গণমাধ্যম সরকার নিয়ন্ত্রিত। এসব থেকে মুক্ত হতে হলে আমাদের ভারসাম্যের রাজনীতির প্রয়োজন।’