পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৯ সেপ্টেম্বর ২০১৮) : রোহিত শর্মার টানা দুই চারেই ম্যাচের বাকি সময়টার দিকনির্দেশনা মিলেছিল। সপ্তম ওভারে মোহাম্মদ আমিরকে টানা দুটি চার মেরে শিকল ভাঙার শুরুটা করেছেন ভারত অধিনায়ক। ১৬৩ রানের ছোট লক্ষ্যে এরপর আর ভারতকে আটকে রাখা যায়নি। পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সুপার ফোরের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে ভারত দল। হংকংয়ের কাছে কোণঠাসা হয়ে পড়া দলটিই আরব আমিরাতের কন্ডিশনে সবচেয়ে ফেবারিট দলকে নাকানি-চুবানি খাইয়ে ছাড়ল আজ (১৯ সেপ্টেম্বর)।
ভারত-পাকিস্তান ম্যাচ! লড়াই, মহারণ—আরও কত কত সব বিশেষণ। সব বিশেষণেরই লক্ষ্য এক—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে লড়াইয়ের ঝাঁজ বোঝানো। কিন্তু পাকিস্তান যে পথেই এগোয়নি। ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করে বসেছে সরফরাজ আহমেদ ও তাঁর দলবল। কাগজে-কলমে ক্ষীণ শক্তির ভারতের বিপক্ষে ১৬২ রানে গুটিয়ে গিয়েছে তাঁরা। এ কয়েকটা রান পুঁজি করেই মোহাম্মদ আমির ও উসমান খান ভালো শুরু করেছিলেন। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের মতো দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান থাকার পরও প্রথম ৬ ওভারে এল মাত্র ১৭ রান।
প্রথম ১৭ বলে মাত্র ৬ রান তোলা রোহিত আমিরের চতুর্থ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে দুই চার মেরে ইনিংসের গতি পাল্টাতে শুরু করলেন। পরের ওভারে তো উসমানকে বোলিং থেকেই সরিয়ে দিলেন। চতুর্থ বলে পুল করে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে ছক্কা। পরের বলে চার, সেটাও ছিল নো বলে। ফ্রি হিটে লেংথ বল করে বসলেন উসমান। ফ্রি হিটে এত বড় সুযোগ হাতছাড়া করার পাত্র তো রোহিত নন। মিড উইকেট দিয়ে বিশাল এক ছক্কায় রান রেট এক ঝটকায় ছয়ের কাছে নিয়ে গেলেন ভারত অধিনায়ক।
এতটা আগ্রাসী মূর্তি অবশ্য রোহিতকে আর দেখাতে হয়নি। তবু মাত্র ৩৬ বলেই পঞ্চাশ তুলে ফেললেন ১৩তম ওভারেই। যার শেষ ৪৫ রান এসেছে ১৯ বলে! অন্য প্রান্তে শিখর ধাওয়ান তাই বেশ রয়েসয়েই খেলতে পারলেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজ প্রথম ২৮ বলে মাত্র ১৪ রান তুলেছেন। এরপর অবশ্য চেনা ছন্দেই ফিরেছেন ধাওয়ান। ১৩ ওভারেই ৮৬ রান তুলে ফেলেছিল ভারতের উদ্বোধনী জুটি।