ভারতকে সুবিধা দিতে বাংলাদেশের সূচিতে পরিবর্তন
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ সেপ্টেম্বর ২০১৮) : ভারতকে সুবিধা দিতে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখনও গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি। এ পর্যন্ত যেটুকু হয়েছে, তাতেও বাংলাদেশ ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাঠে না গড়াতেই কীভাবে সুপার ফোরের সূচি নির্ধারণ হয়ে যায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
অথচ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল শুধুমাত্র ভারতকে সুবিধা দিতেই গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার আগেই পরিবর্তিত সূচি প্রকাশ করে ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে, ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দুবাইতে আর বাকি দলগুলোকে খেলতে হবে দুবাই এবং আবুধাবিতে।
ভ্রমণক্লান্তি থেকে মুক্তি দিতে, ভারতের খেলাগুলো যেন শুধু দুবাইতে রাখা হয়, এ দাবি করে ভারতীয় বোর্ড বিসিসিআইর পক্ষ থেকে আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে চিঠি পাঠানো হয়েছিল। ভারতের চাওয়ার পরিপ্রেক্ষিতেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার আগেই, মঙ্গলবার রাতে এসিসি সুপার ফোরের সূচি নির্ধারণ করে ফেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তিত সূচি প্রকাশ করে তারা। যেটা আগের নির্ধারিত সূচির পুরোপুরি ব্যতিক্রম। অর্থাৎ, এসিসি অনেকটা জোর করেই ভারতের খেলাগুলো দুবাইতে রাখল।