ডিজিএফআই আমাকে পদত্যাগে বাধ্য করেছিল: এস কে সিনহা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ সেপ্টেম্বর ২০১৮) : সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর হুমকির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। তিনি বলেন, ‘আমার পরিবার ও বন্ধুদের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে হুমকি দেওয়ার পর আমি বিদেশ থেকেই পদত্যাগপত্র জমা দেই।’ তার লিখিত ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ বইয়ে তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে ডিজিএফআই-এর পিআরএমসি বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী একটি নিউজ পোর্টালকে বলেন, ‘কোনও ব্যক্তিকে এ ধরনের থ্রেট বা হুমকি দেওয়া আমাদের কাজ নয়। এটা আমরা কখনও করি না।’

১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন ক্রেতাদের সামনে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ হাজির করেছে। ওই বইটির একাংশ পাঠকদের জন্য উন্মুক্ত করেছে অ্যামাজন। বইতে সিনহা দাবি করেছেন, ২০১৭ সালে দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের কারণেই বর্তমান সরকার তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠিয়েছে। ওই রায়ের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সিনহা বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে যাওয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন। প্রকাশিত বইতে নিজের ব্যক্তিগত জীবন, বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্টতা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারসহ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে কথাও লিখেছেন তিনি।

সিনহার মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ডিজিএফআই-এর পিআরএমসি বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী জনপ্রিয় একটি নিউজ পোর্টালকে (বাংলা ট্রিবিউন) বলেন, ‘আমরা বইটি এখনও পড়িনি। সেটা সংগ্রহের চেষ্টা করছি। কোনও মন্তব্য দেওয়ার আগে বইটি পড়ে মন্তব্য দেওয়াটা ভালো। তবে সংস্থার পক্ষ থেকে এটা বলতে পারি যে, কোনও ব্যক্তিকে এ ধরনের থ্রেট বা হুমকি দেওয়া আমাদের কাজ নয়। এটা আমরা কখনও করিও না। তারপরও বইটা পড়লে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে যে তিনি কোন প্রেক্ষাপটে, কাদের কথা বলেছেন। কী লেখার চেষ্টা করেছেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ