আটক হয়েছেন চট্টগ্রামের সেই অস্ত্রধারী ছাত্রলীগ নেতা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
চট্টগ্রাম (২১ সেপ্টেম্বর ২০১৮) : ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ১৯ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রামে অস্ত্র হাতে গুলি ছুড়তে থাকা দুই যুবককে শনাক্ত ও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখে মাস্ক, হাতে একনলা বন্দুক থাকা যুবক মোহাম্মদ সাব্বির ছাদেককে ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার রাজাপুকুর লেন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সাব্বির নগর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক। সাদা শার্ট পরা রাইফেল উঁচিয়ে গুলি করা আরেক যুবকের নাম আবু মোরশেদ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান রাতে এবিসিনিউজবিডিকে বলেন, সাব্বিরের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।

দলীয় সূত্র জানায়, দুজনই মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

গত সোমবার দিবাগত রাতে ২৫ সদস্যের চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনের নগর কমিটি। এতে প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মাহমুদুল করিমকে সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী সুভাষ মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার সকাল থেকে কমিটি বাতিলের দাবিতে মাঠে নামেন নাছির উদ্দীন পক্ষের নেতা-কর্মীরা। প্রথম দিন তারা পৌনে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। বুধবার তাঁদের মিছিল থেকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ