২৯ সেপ্টেম্বর ঢাকা দখলের ঘোষণা ১৪ দলের
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৫ সেপ্টেম্বর ২০১৮) : নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আলোচনার মধ্যে একই দিনে সমাবেশের ঘোষণা এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপির পক্ষ থেকে।
বিএনপি নেতারা এক দিকে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলছেন; অন্যদিকে ১৪ দল পাল্টা হুঁশিয়ারিতে বলেছে, ‘আন্দোলনের নামে যে কোনো ধরনের পরিস্থিতি’ মোকাবেলায় তারা মাঠে থাকবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে তাদের বৃহস্পতিবারের কর্মসূচি দুই দিন পিছিয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে।
এরপর দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সভা শেষে ২৯ সেপ্টেম্বর শনিবার মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার পাশাপাশি ‘ঢাকা দখলে রাখার’ ঘোষণা দেন চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, “চক্রান্তকারীরা মাঠে নামবে। আমরা দেখব কারা মাঠে নামবে আর কে নামবে না।”
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে সরকারকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ পক্ষ থেকে।
তার আগে ২৯ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক শক্তির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আভাস মিলেছে।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা নাসিম ১৪ দলের ‘সমাবেশ প্রস্তুতি সভা’ শেষে বলেন, “আগে থেকেই ঢাকা দখলে ছিল, ইনশাল্লাহ আগামীতেও ঢাকা আমাদের দখলে থাকবে। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে শেখ হাসিনার দখলে থাকবে।”