থেমে নেই হাতুরি বাহিনী, এবার প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ করায় হাতুড়িপেটা
জেলা প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
রাজশাহী (২৬ সেপ্টেম্বর ২০১৮) : আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ করে হাতুড়িপেটার শিকার হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। গত রোববার সন্ধ্যায় রাজশাহীর বাঘায় এ ঘটনায় মামলা হয়েছে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে।
হামলার শিকার ছাত্রলীগ কর্মী শামীম আহমেদ উপজেলার কাদিপুর এলাকার শামসুল হকের ছেলে। আহত হয়ে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তিনি।
২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শামীম আহমেদের বাবা শামসুল হক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলাটি করেন। আসামিরা হলেন-উপজেলার পাকুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিব সরকার, তার ছেলে মিজান এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসলাম হোসেন।
জানা গেছে, সম্প্রতি ছাত্রলীগ কর্মী ও সেখানকার বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ ১২ জন আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনেন।
এনিয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ যায় সরকারের বিভিন্ন দফতরেও। বিষয়টি জানাজানি হলে ক্ষুদ্ধ হন আওয়ামী লীগ নেতা রাকিব সরকার।