আইসিটির অপব্যবহার বিশ্ব নিরাপত্তায় হুমকি : শেখ হাসিনা
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (২৬ সেপ্টেম্বর ২০১৮) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘকে নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন এবং তথ্য নিরাপত্তায় নীতিমালা প্রণয়নে সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর রাতে (বাংলাদেশ সময়) ইউএনজিএ-তে জাতিসংঘ নিরস্ত্রীকরণ বিষয়ক দফতর (ইউএনওডিএ) আয়োজিত সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক একটি উচ্চপর্যায়ের পার্শ্ব অনুষ্ঠানে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বিশ্বকে অধিকতর নিরাপদ করে তুলতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া তথ্য নিরাপত্তা বিধানে নীতিমালা প্রণয়নের কার্যক্রম অব্যাহত থাকা চাই।
আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আইসিটির অপব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। সাইবার জগতের কোনো ভৌত সীমানা নেই। বিশ্বজুড়ে আইটিকে নিরাপদ করার সামর্থ্য নেহায়েত অপ্রতুল। আন্তঃসংযুক্ত বিশ্বে দুর্বল সংযোগ অন্যান্যের জন্য ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই সাইবার নিরাপত্তা সবার জন্য উদ্বেগের বিষয়।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছেন।