পুলিশ সাজেন্টকে নিয়ে অশোভন মন্তব্য করা কে এই নারী?

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ সেপ্টেম্বর ২০১৮) : স্কুলের সামনে ডাবল লেনে পার্কিং করে রাখা প্রাইভেটকারটিকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। এটাই ছিল তার অপরাধ। এতেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে নানা রকম অশোভন মন্তব্য ছুড়তে থাকেন সাংসদ কন্য্ও পরিচয় দেওয়া এক নারী। গতকাল ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলের সামনের এই ঘটনাটি ইতিমধ্যে ভাইরাল হয়েছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘এই কার গাড়ির ছবি তোলো? এটা সরকারি দলের লোকের গাড়ি। কার গাড়ির ছবি তোলো? বেশি…কইরো না! তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? কয় টাকা বেতনে চাকরি করে তোমার মতো সার্জেন্ট? আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে…আমার বাবা জাতীয় কমিটির সদস্য, আমার বাবা এমপি, ঠিক আছে? তোমার মতো হাজারটা সার্জেন্ট…ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’ এমন মন্তব্য করেন ঐ নারী।

সার্জেন্ট ঝোটনই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ভিডিও শেয়ার করে লিখেছেন, …‘এই ভদ্র মহিলা মিরপুর ১৩ নাম্বার স্কলাস্টিকা স্কুলের সামনে তার প্রাইভেটকার ( ঢাকা মেট্রোূগূ২৬ূ৯৩৪৭) ডাবল লেনে পার্কিং করে রেখেছেন। তার গাড়ির জন্য পিছনের গাড়িগুলো আসতে পারছেনা। প্রচণ্ড জ্যাম লেগে আছে। তাকে অনেকবার সবিনয় অনুরোধ করলাম, আপু আপনার গাড়ির ড্রাইভারকে ডেকে দ্রুত গাড়িটি সরিয়ে পিছনের গাড়িগুলো আসার সুযোগ দিন এবং জ্যাম মুক্ত করেন। কিন্তু না, তিনি আমার কোনো কথা তো শুনলেনই না, বরং আমাকে খারাপ ভাষায় গালাগালি করেন এবং সঙ্গে বলেন তুমি সরকারের ২ টাকার চাকর, আমাকে চেনো তুমি? কার গাড়ি জানো এটা? আরও অনেক খারাপ কথা!’

তবে পুলিশের সার্জেন্টের সঙ্গে এমন অশোভন মন্তব্য করা নারীর প্রকৃত পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ