ইউএস-বাংলা উড়োজাহাজ : বৈমানিকের দক্ষতায় রক্ষা পেল ১৭১ প্রাণ

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ সেপ্টেম্বর ২০১৮) : মারাত্মক দুর্ঘটনার শঙ্কা থাকলেও ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-এইটকিউএইট উড়োজাহাজের বৈমানিক স্কোয়াড্রন লিডার (অব.) জাকারিয়া দক্ষতার সাথে নোজ গিয়ার ছাড়াই শুধু পেছনের চাকায় ভর করেই অবতরণে সক্ষম হন।

এ ঘটনায় ৪০ জন যাত্রী সামান্য আহত এবং ৭০ জন সাময়িকভাবে আতঙ্কগ্রস্ত (ট্রমা) হলেও তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন।

২৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টা ৪৮ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বিএস ১৪১ কক্সবাজারে নামার কথা ছিল বেলা সাড়ে ১২টায়।

কক্সবাজারের আকাশেই নোজ হুইল কাজ নার বিষয়টি বুঝতে পারেন বৈমানিক। পরে উড়োজাহাজটি চট্টগ্রামে উড়িয়ে নিয়ে এসে বেলা ১টা ২০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

ওই ফ্লাইটে ১৬৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১১ জন ছিল শিশু।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ