জাতীয় ঐক্যের জন্য ছাড় দিতে প্রস্তুত জামায়াত

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৮ সেপ্টেম্বর ২০১৮) : বৃহত্তর ঐক্যের স্বার্থে প্রয়োজনে সব ধরনের ছাড় দেবে জামায়াত। এজন্য দরকার হলে তাদের বাদ দিয়েই ঐক্যপ্রক্রিয়া এগিয়ে নিতে বিএনপিসহ ২০ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে শরিকদের উদ্দেশে এমন মনোভাব জানিয়েছেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম। এদিকে এ বৈঠকের শুরুতে জামায়াত ও বিজেপি বাদে শরিক অপর দলগুলোর প্রশ্নবাণে জর্জরিত হয় বিএনপি। বৈঠক থেকে বের হওয়ার পর জোটের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

২৭ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে।

এ বৈঠকের শুরুতেই ২০ দলীয় জোটের শরিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপি নেতারা। শরিকদলগুলোর নেতারা জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিএনপির যোগ দেওয়াসহ নির্বাচনকেন্দ্রিক নানা বিষয়ে প্রশ্ন তোলেন। এসময় জোটের নেতাদের সঙ্গে আলাপ না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও ওঠে বিএনপির নেতাদের বিরুদ্ধে। এর জবাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে সব সিদ্ধান্ত জোটনেতাদের অবহিত করে নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ