৩০ সেপ্টেম্বর হতে পারে বিএনপির জনসভা
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৮ সেপ্টেম্বর ২০১৮) : বিএনপির ‘ভবিষ্যত কর্মপন্থা-কর্মসূচি’ ঘোষণার আলোচিত জনসভা একদিন পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৯ সেপ্টেম্বর পিছিয়ে ৩০ সেপ্টেম্বর হতে পারে এই সমাবেশ। আরেক দফা পেছাচ্ছে। বৃহস্পতিবার বিএনপির এক একটি প্রতিনিধিদল ডিএমপিতে দেখা করতে গেলে, তাদের ৩০ সেপ্টেম্বর জনসভার দিন রেখে আরেকটি আবেদন দিতে বলা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিএনপি ৩০ সেপ্টেম্বর জনসভার দিন রেখে নতুন করে একটি আবেদন জমা দিয়েছে। ওইদিন তাদের জনসভার অনুমতি দেয়া হবে কিনা তা আগামীকাল শুক্রবার ডিএমপি থেকে জানানো হবে।
এর আগে প্রথমে জনসভার জন্য বিএনপি ২৭ সেপ্টেম্বর অনুমতি চায়। এরপর দু’দিন পিছিয়ে ২৯ তারিখ চাওয়া হয়। আর সর্বশেষ বৃহস্পতিবার ৩০ তারিখের জন্য আবেদন করা হলো।
এ বিষয়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবিসিনিউজবিডিকে বলেন, ‘জনসভার অনুমতির বিষয়ে আমরা আশাবাদী। প্রশাসনের পক্ষ থেকে আমাদের আরেকটি আবেদন দিতে বলা হয়। আমরা নতুন একটি আবেদন জমা দিয়েছি। শুক্রবার ডিএমপি আমাদের সিদ্ধান্ত জানাবে।’