একলা চলো নীতিতে বিএনপি, আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৯ সেপ্টেম্বর ২০১৮) : এক বছরের বেশি সময় পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত বছরের ১২ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে যে সমাবেশ করা হয় সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর কোনো জনসভা করতে পারেনি দলটি।

নির্বাচনকে সামনে রেখে জনসভার অনুমতি পেয়ে আজ ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আহবান করেছে দলটি। সাত দাবি আর ১২ দফা লক্ষ্য ঘোষণা হবে এ জনসভায়। বিএনপির এ জনসভায় জামায়াত ইসলামীসহ ২০ দলীয় জোটের শরিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এমন কি যুক্তফ্রন্ট ও বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার শরিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়নি।

বিএনপির জনসভায় ২০ দলীয় জোটের শরিক বা বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার নেতারা অংশ নেবেন কি না-জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনসভায় দেখতে পাবেন।’

অপরদিকে বিএনপির জনসভায় ২০ দলীয় জোটের শরিক নেতারা যোগ দেবে কিনা জানার জন্য ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুর রাকিব এবং ন্যাপ বাংলাদেশের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘এ জনসভা বিএনপির একক কর্মসূচি। এখানে আমরা থাকছি না, পরবর্তীতে ২০ দলীয় জোটের ব্যানারে জনসভা হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ