লন্ডনে ইনু নিরাপদে আছেন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কুটুক্তি করা দুই যুবককে ধরতে পারেনি এটিএন বাংলার লন্ডনস্থ নিরাপত্বা কর্মীরা। ছবি তোলার নাম করে তথ্যমন্ত্রীর সামনে কটুক্তি ও হৈচৈ করা অজ্ঞাত দুই যুবক এটিএন বাংলার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের বাধার মুখে দৌড়ে পালিয়ে যায়। তবে হাসানুল হক লন্ডনে সুস্থ্য ও নিরাপদে আছেন। মন্ত্রনালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু লন্ডনে সুস্থ্য ও নিরাপদে আছেন জানিয়ে মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম ইউ আহমেদ গণমাধ্যমকে জানান, ‘তথ্যমন্ত্রী ৫ সেপ্টেম্বর থেকে লন্ডনে সফর করছেন। তিনি গতকাল সোমবার রাতে লন্ডনস্থ এটিএন বাংলা টেলিভিশনের স্টুডিওতে একটি লাইভ টকশোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে দু’জন যুবক মন্ত্রীর সাথে ছবি তোলার জন্য পীড়াপীড়ি করলে মন্ত্রী তাদের ছবি তোলার জন্য ডাকেন। যুবকদ্বয় মন্ত্রীর কাছাকাছি গিয়ে হৈচৈ ও কটূক্তি করে। এ সময় এটিএন বাংলার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে দুর্বৃত্ত যুবকদ্বয় দৌড়ে পালিয়ে যায়। এরপর মন্ত্রী যথারীতি লাইভ টকশোতে অংশগ্রহণ করে নিজ হোটেল কক্ষে প্রত্যাবর্তন করেন। তথ্যমন্ত্রী সফর শেষ করে আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।’