রাজধানীতে ‘গণগ্রেফতারের অভিযোগ

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩০ সেপ্টেম্বর ২০১৮) : বিএনপির জনসভায় আসা নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ তুলেছে দলটির কর্মী-সমর্থকরা। ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে বের হয়ে আসা নেতাকর্মীদের ‘অভিনব’ কায়দায় আটক করে গাড়িতে তুলছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি দায়িত্বরত পুলিশের কোনো কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার পর মৎস্য ভবনের সামনে দিয়ে বিএনপির নেতাকর্মীরা শিল্পকলা একাডেমি হয়ে সেগুনবাগিচার দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ দুই দফায় কমপক্ষে ২৫ থেকে ৩০ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ তাদের।

খিলগাঁও থানার ছাত্রদল কর্মী শাহাদাত হোসেন বলেন, তারা কয়েকজন জনসভাস্থল থেকে বের হয়ে শিল্পকলা একাডেমির পাশ দিয়ে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। এমন সময় শিল্পকলা একাডেমির পূর্ব পাশে হাঠাৎই জনা ৩০ পুলিশ সদস্যকে ২০/২৫ জনকে ধরে গাড়িতে তুলেতে দেখি। এ আটক অভিযান দেখে আমরা শিল্পকলার দক্ষিণ গেটে দাঁড়িয়ে যাই। পরে আটকদের আসামি ভ্যানে তুলে পুলিশ চলে যায়।

শান্তিনগর ওয়ার্ডের বিএনপির নেতা হারুন অর রশীদ বলেন, খুবই কায়দায় করে পুলিশ আটক অভিযান চালাচ্ছে। তারা রাস্তা দিয়ে দল ধরে যাওয়া বিএনপি কর্মীদের দিকে আন্তরিকভাবে এগিয়ে যাচ্ছেন এবং জানতে চাচ্ছেন জনসভায় লোকসমাগম কেমন হয়েছে বা জনসভা শেষ কিনা! যারাই এ বিষয়ে জবাব দিচ্ছেন পুলিশ তাদেরই ধরে গাড়িতে তুলছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ