দুই বিচারপতিকে জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিযুক্ত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হাইকোর্টের দুই বিচারপতিকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ করেছে সরকার। এই দুই সদস্য হলেন- বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি মোঃ মঈনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনের সদস্য হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মোঃ এমদাদুল হক এর মেয়াদ ৫ বছর অতিক্রান্ত হওয়ায় তাঁদের স্থলে এ দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা- ২০০৭ এর ৩(২) (খ) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি কমিশনের এ দুই সদস্য নিয়োগ করেছেন।