বিশ্ব শিক্ষক দিবসে নির্যাতন-লুটপাটমুক্ত প্রতিষ্ঠান চান শিক্ষকরা
মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৫ অক্টোবর ২০১৮) : সারাদেশে ৫ অক্টোবর শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে শিক্ষক সংগঠনগুলো। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক এ দিবস উদযাপনের প্রাক্কালে পরিচালনা কমিটির অত্যাচার-নির্যাতন থেকে মুক্তি এবং লুটপাটমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন শিক্ষকরা।
প্রবীণ শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, ইউনেস্কো ২০১৬ সালে ‘স্কুলস লিডারশিপ’নামে একটি প্রস্তাবনা তুলে ধরেছে। তাতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার নেতৃত্ব দেবেন বা সভাপতির পদে আসীন হবেন অধ্যক্ষ বা প্রধান শিক্ষকরা। অংশীজন হিসেবে অভিভাবকরা মূলশক্তির ভূমিকা পালন করবেন।