প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেছেন, আজ দেশে ফিরবেন

বাসস ও বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৯ অক্টোবর ২০১৮) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ অক্টোবর বৃহস্পতিবার রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী আজ ১৯ অক্টোবর শুক্রবার দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। বাসস সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা শরিফের চারপাশ তাওয়াফ করেন। এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন। দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও পবিত্র ওমরাহ পালন করেছেন। পবিত্র ওমরাহ পালনের জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সময় ১৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় জেদ্দা থেকে সড়কপথে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।

প্রধানমন্ত্রী ১৭ অক্টোবর বুধবার দিবাগত রাতে মদিনায় পবিত্র মসজিদে নববিতে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। পবিত্র এই মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। বাংলাদেশের জনগণের পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী চার দিনের সরকারি সফরে গত ১৬ অক্টোবর মঙ্গলবার সৌদি আরবে যান। প্রধানমন্ত্রী আজ শুক্রবার দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ