৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৯ অক্টোবর ২০১৮) : নয় মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। শুধু মিরপুর নয়, চট্টগ্রাম-সিলেটেও হবে ক্রিকেট-উৎসব। তিন ভেন্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৫০ টাকায় সুযোগ মিলবে জিম্বাবুয়ে সিরিজ দেখার। টেস্ট সিরিজে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারি, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পশ্চিম ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৫০ টাকা।

কোন গ্যালারির টিকিটের কত দাম, আজ বিজ্ঞপ্তি দিয়ে সেটি জানিয়ে দিয়েছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ২১ অক্টোবর রোববার। খেলা দেখতে চাইলে টিকিট কিনতে পারবেন শনিবার থেকেই। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম-সংলগ্ন কাউন্টারে। ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে হতে যাওয়া পরের দুই ওয়ানডের টিকিট বিক্রি হবে ২৩ অক্টোবর থেকে। টিকিট পাওয়া যাবে এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাউন্টারে। ৩ নভেম্বর থেকে শুরু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ও সিরিজের প্রথম টেস্টের টিকিট কেনা যাবে ভেন্যুর কাউন্টার থেকে। ২ নভেম্বর থেকে শুরু হয়ে ম্যাচের দিনগুলোতেও বিক্রি হবে টিকিট।

১১ নভেম্বর শুরু হতে যাওয়া মিরপুরের দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি শুরু ১০ নভেম্বর থেকে, পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম-সংলগ্ন কাউন্টারে। সব ভেন্যুতেই টিকিট থাকা সাপেক্ষে খেলার দিনও টিকিট বিক্রি হবে। সশরীরে কাউন্টারে না গিয়ে *২৬৮# এ ডায়াল করে ইউক্যাশের মাধ্যমেও আছে টিকিট কেনার ব্যবস্থা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম ওয়ানডের টিকিটের দাম গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০ টাকা এবং পূর্ব গ্যালারি ১০০ টাকা। একই ভেন্যুতে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের টিকিটের দাম যথাক্রমে ৫০০, ৩০০, ২০০, ৮০ ও ৫০ টাকা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ