মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন কারাগারে
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৩ অক্টোবর ২০১৮) : সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় গ্রেপ্তার ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে ২৩ অক্টোবর মঙ্গলবার রংপুরের ওই মামলায় আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন।
জামিন নাকচ হয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে ব্যাপক হৈ চৈ ও স্লোগান শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় আছেন ব্যরিস্টার মইনুল। সম্প্রতি এক টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার পর থেকে সমালোচনার মুখে রয়েছেন তিনি।
মইনুল পরে টেলিফোন করে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মানহানির অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় মইনুলের বিরুদ্ধে। এর মধ্যে রংপুরের একটি মামলায় ২২ অক্টোবর সোমবার রাতে ঢাকার উত্তরায় আ স ম রবের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।