গুলিতে পা হারানো লিমনের হাত ভেঙে দিয়েছে হামলাকারীরা

জেলা প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ অক্টোবর ২০১৮) : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মাছ ও ফল চুরির অভিযোগে আরেকটি মামলা দায়েরের পর বিশালায়তনের পিএইচএ ভবনটি নিজেদের দখলে নিয়েছে কটন টেক্সটাইল ক্রাফট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকে নিজেদের জায়গা দাবি করে তাদের গাছ কাটতে দেখা গেছে।

এ সময় বাঁধা দেওয়ায় র‌্যাবের গুলিতে পা হারানো আলোচিত লিমন হোসেনের হাত ভেঙে দিয়েছে দখলকারীরা।আহত লিমন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

কলেজছাত্র অবস্থায় ঝালকাঠির সাতুরিয়া গ্রামের আলোচিত লিমন হোসেনকে ২০১১ সালের ২৩ মার্চ আটক করেছিল র‌্যাব।সে সময় গুলিতে তার একটি পা হারাতে হয়।

লিমন জানান, সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।পথে বহিরাগত লোকজনের ভিড় দেখেন।সেখানে তার সহপাঠীদের লাঞ্চিত হতে দেখেন।এ সময় প্রতিবাদ করতে গেলে তাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে সন্ত্রাসীরা। এ সময় তার অন্য সহপাঠীদেরও মারধর করা হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে।

যোগাযোগ করা হলে গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেলোয়ার হোসেন জানান, পিএইচএ ভবন অবরুদ্ধ হয়ে পড়েছে।রাস্তা কেটে অবৈধভাবে গনস্বাস্থ্যের জায়গা দখল করা হচ্ছে।

তিনি বলেন, ‘মামলার বিষয়ে কি আর বলব।একটির পর একটি মামলা দায়ের করা হচ্ছে।একটি মামলায় জামিন নিতে না নিতেই আরেকটি মামলা হচ্ছে।’

এর আগে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা ও মির্জানগর এলাকার দ্য কটন টেক্সটাইল মিলের চেয়ারম্যান কাজী মহিবুর রব বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।ওই মামলায় গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নির্বাহী পরিচালক ও কৃষকদলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশিরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আরও অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ