দ্রুত দেশের মানুষের কাছে ফিরতে চাই : সালাহউদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৭ অক্টোবর ২০১৮) : অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলায় ভারতের শিলংয়ের একটি আদালতে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৬ অক্টোবর) মেঘালয় রাজ্যের শিলংয়ের বিচারিক হাকিম ডিজি খার সিংয়ের আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
রায় ঘোষণার পর বিবিসি বাংলাকে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। বলেন, ‘আমি মনে করছি যে ন্যায়বিচার পেয়েছি আদালতের কাছ থেকে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারকে ধন্যবাদ জানাই। তারা আমার চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়ে সহযোগিতা করেছেন।’
তিনি আরও বলেন, ‘এখন যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলেই আমার পক্ষে ভালো। আমি দ্রুত দেশের মানুষের কাছে ফিরতে চাই।’
রাজনীতিতে ফেরার সম্পর্কে তিনি বলেছেন, ‘আমরা রাজনীতির মানুষ, তাই রাজনীতিতেই সব সময়েই আছি -সে আমি পৃথিবীর যে দেশেই থাকি না কেন। বর্তমানে দেশে যে গণতন্ত্র মুক্তির আন্দোলন চলছে, তার সাথেই সবসময়ে আছি।’
এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে সেটা নির্ভর করছে কত দ্রুত তিনি দেশে ফিরতে পারছেন।