ম্যাচ সেরা সৌম্য, সিরিজ সেরা কায়েস, হোয়াইট ওয়াস জিম্বাবুয়ে

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৬ অক্টোবর ২০১৮) : তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্য ৪৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে মাশরাফির দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। রেকর্ড ছিল ইংল্যান্ডের অধিকারে। ২০১৬ সালে ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের হারিয়েছিল তারা।

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল এই মাঠে বাংলাদেশের আগের সেরা।

জয়ের কাছে গিয়ে ফিরলেন ইমরুল : দারুণ এক সেঞ্চুরিতে দলকে জয়ের পথে রেখে ফিরে যাওয়া ইমরুল কায়েস একটুর জন্য ভাঙতে পারেননি তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

ওয়েলিং মাসাকাদজাকে ছক্কায় ওড়াতে চেয়ে টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তার ক্যাচ লং অনে মুঠোয় জমান এল্টন চিগুম্বুরা। ১১২ বলে ১০ চার ও দুই ছক্কায় ১১৫ রান করেন ইমরুল।

দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে সিরিজে ইমরুলের রান ৩৪৯। তিন ম্যাচের সিরিজে তার চেয়ে বেশি রান আছে কেবল বাবর আজমের। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬০ রান করেছিলে পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশের তৃতীয় জোড়া সেঞ্চুরি : ওয়ানডেতে তৃতীয়বারের মতো একই ম্যাচে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান।

২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। গত বছর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কে যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

এবার জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করলেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস।

ইমরুলের আরেকটি সেঞ্চুরি : আগের ম্যাচে হঠাৎ এক বাজে শটে ৯০ রানে আউট হওয়া ইমরুল কায়েস এবার ঠাণ্ডা মাথায় তুলে নিয়েছেন সেঞ্চুরি। সিরিজে বাঁহাতি এই ওপেনারের দ্বিতীয়, ক্যারিয়ারের চতুর্থ।

ডোনাল্ড টিরিপানোর বলে সিঙ্গেল নিয়ে ৯৯ বলে সেঞ্চুরিতে পৌঁছান ইমরুল। ৪১ বলে এসেছিল তার পঞ্চাশ, পরের পঞ্চাশ এলো ৫৮ বলে। তিন অঙ্কে যাওয়ার পথে ৯টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

৩৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৫৭/২। ইমরুল ১০৭ ও মুশফিকুর রহিম ১৩ রানে ব্যাট করছেন।

বড় জুটি গড়ে ফিরে গেলেন সৌম্য : ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়ে ফিরে গেছেন সৌম্য সরকার।

হ্যামিল্টন মাসাকাদজার অফ স্পিন ছক্কায় ওড়ানোর চেষ্টায় লং অনে ডোনাল্ড টিরিপানোর হাতে ধরা পড়েন সৌম্য। ৯২ বলে খেলা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ১১৭ রানের ঝড়ো ইনিংসটি গড়া ৯টি চার ও ৬টি ছক্কায়।

২২০ রানে থেমেছে দ্বিতীয় উইকেট জুটি। ওয়ানডেতে এর চেয়ে বড় জুটি আছে বাংলাদেশের আর একটিই। গত বছর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ২২৪।

৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২২০/২। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মুশফিকুর রহিম।

দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি : সিকান্দার রাজাকে ২৯তম ওভারে দুটি ছক্কা হাঁকিয়েছেন সৌম্য সরকার, এর প্রথমটিতে ওয়ানডেতে নিজেদের সেরা দ্বিতীয় উইকেট জুটি পেয়ে গেছে বাংলাদেশ।

রেকর্ড ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের অধিকারে। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৭ রান করেছিলেন এই দুই বাঁহাতি ব্যাটসম্যান।

২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২১৭/১। ইমরুল কায়েসের সঙ্গে সৌম্যর জুটির রানও ২১৭।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ