রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছে নেপালী রাস্ট্রদূত
প্রতিবেদকঃ বাংলাদেশে নিযুক্ত নেপালের বিদায়ী রাষ্ট্রদূত অধ্যাপক ড. চপ লাল ভূষাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৬ জানুয়ারি) বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার প্রতি গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বন্ধুপ্রতীম দুই দেশের সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে নেপালের সহযোগিতার কথা স্মরণ করে তিনি নেপাল সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি ঢাকায় সফলভাবে দায়িত্ব পালনের জন্য নেপালি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ঢাকায় দায়িত্বপালনকালে তাকে আন্তরিক সহযোগিতা করায় লাল ভূষাল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশে পড়াশোনায় আগ্রহী নেপালি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান।