ঐতিহাসিক বিজয় সমাবেশের প্রথম প্রহরের ১০ মিনিট

সাইফুর রহমান:

একাদশ জাতীয় সাংসদ নির্বাচনের বিজয়কে কেন্দ্র করে আওয়ামীলীগ, যুুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আজকের বিজয় সমাবেশ অনুস্ঠিত হচ্ছে।

বিজয় সমাবেশের মূল অনুস্ঠান শুরুর আগে সাংস্কৃতিক অনুস্ঠানের পূর্বেই মাঠের এক তৃতীয়াআংশ বেলা ১২ টার আগেই পরিপূর্ণ হয়ে যায়। বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব টি-সার্ট, ক্যাপসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিজয় সমাবেশকে মুখরিত করে তোলে স্লোগানে স্লোগানে, জয় বাংলা… জিতল এবার নৌকা।

যুবলীগ, সেচ্ছাসেবকলীগ মাঠ দখল করে নিলেও নিলেও ছাত্রলীগ ছিল তৃতীয় সারিতে। ১০মিনিটের চিত্রে দেখা জায়।

ভিডিও শুরুর সাথে সাথেই উদ্যানের লেকের পাড় দিয়েই ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতা কর্মীনিয়ে দুটি খন্ড মিছিল জেতে দেখা জায়। একই সাথে তার উল্টা দিকে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সু-সজ্জিত কয়েক হাজারের সারিবদ্ধ নেতাকর্মী মঞ্চ প্রঙ্গানের দিকে অগ্রসর হন।

একটু সামনের দিকে আগাতেই সেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন।
ঠিক তখনই বাংলা একাডেমির দিকে তাকালেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের বহর সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করতে দেখা গেছে।

এরপরে মন্দিরের গেইটের দিকে আগাতেই দেখা যায় যুবলীগ দক্ষিনের ১৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে তিনশতাধিক নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে দিকে আগাতে।  

অন্যদিকে ছাত্রলীগের পতাকা নিয়ে কিছু নেতাকর্মীর জটলাও চোখে পড়ার মত ছিল । 

https://youtu.be/d_jmppeK_ws

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ