সমাবেশে লাল সবুজের কাপড়ে মোড়ানো অসংখ জনতার ঢল
প্রতিবেদক, এবিসি নিউজ বিডি, ঢাকা: নারীদের পরনে লাল ও সবুজ রঙের শাড়ি,ও ছেলেরা লাল ও সবুজ রঙের টি-শার্ট, ক্যাপ পরে সমাবেশেস্থলে আওয়ামীলীগ এর সকল পযায়ের নেতাকর্মীসহ অসংখ জনতার ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
সদ্য বিদায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে ‘বিজয় সমাবেশ’-এর আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এ সমাবেশ উপলক্ষে রাজধানীসহ সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকে উদ্যানের অভিমুখে ছুটে আসছেন।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে নেতাকর্মীদের মধ্যে নারীদের পরনে লাল ও সবুজ রঙের শাড়ি এবং ছেলেদের বেশিরভাগ লাল ও সবুজ রঙের টি-শার্ট ও ক্যাপ পরে সমাবেশে যাচ্ছেন।
বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘বিজয়ের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘বারবার দরকার শেখ হাসিনার সরকার’, ‘যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
বিভিন্ন পাড়ামহল্লা থেকে গাড়িতে করে ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।
আওয়ামী লীগের আজকের এ বিজয় সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এদিকে সমাবেশস্থলকে নান্দনিক শৈল্পিকভাবে সাজানো হয়েছে।
সরজমিনে ঘুরে দেখা গেছে একাদশ জাতীয় সংসদ নিবাচর্নীর পর আ.লীগের এ সমাবেশ স্থল জন-সুমুদ্রে পরিনত হয়েছে।.